Harano Sei Dingulo Lyrics | হারানো সেই দিনগুলো গজল লিরিক্স | Heart Touching Islamic Song
Harano Sei Dingulo Lyrics | হারানো সেই দিনগুলো গজল লিরিক্স | Heart Touching Islamic Song
হারানো সেই দিনগুলো গজল অডিও
Lyrics
হারানো সেই দিনগুলো
মোর ডেকে ডেকে যায়
সোনা ঝরা শৈশবে মন
ফিরে যেতে চায়
সেই আম কুড়ানোর দিন
আহা, ঝকঝকে রঙিন
দিনগুলো ভাই হাতছানি দেয়
স্মৃতির জানালায়
দলবেঁধে গোল্লাছুট আর
লুকোচুরি খেলা
কত সুন্দর ছিল'রে ভাই
ছুটির দিনের বেলা
স্কুল ফাঁকি দিয়ে যেতাম
মাঠেরও খেলায়
শত দুঃখ ব্যথার ভীড়ে
শৈশব বেশি মনে পড়ে
জীর্ণ মন হয় আলোকিত
স্মৃতির জোছনায়
.jpg)