শহীদে শহীদে জনপদ শেষ গজল লিরিক্স । Shohide Shohide Jonopod Shesh Gojol Lyrics । Jaima Noor

শহীদে শহীদে জনপদ শেষ গজল লিরিক্স । Shohide Shohide Jonopod Shesh Gojol Lyrics । Jaima Noor  

জাইমা নূর

শহীদে শহীদে জনপদ শেষ গজল অডিও

লিরিক্স

কথা ও সুর: মতিউর রহমান মল্লিক

শহীদে শহীদে জনপদ শেষ
লহুতে লহুতে ছেয়েছে এ দেশ
তবুও কেন যে হে মেহেরবান
কোরআনের সে সমাজ করো না দান
কী অপরাধ হায় আমাদের
করো নির্দেশ ॥

তাহলে কি মালেকের খুন
বিফলে বিপথে গিয়েছে রে
সাব্বিরের মা অকারণে
কলিজা বিলিয়ে দিয়েছে রে
না না না তা হতে পারে না
শহীদের প্রাণ চির অম্লান
চির অনিশেষ ॥

শাহ্‌জামাল নাই ইমরানও নাই
জাহাঙ্গীর ইলিয়াস খলিলও নাই
খুনরাঙ্গা পথ চলতে তবু
প্রেরণায় বেদনায় তাদেরই পাই
শয়নে স্বপনে সেই স্মরণে
ব্যথাতুর মন ব্যথাতুর সুর
রিক্ত পরিবেশ ॥

বাংলা গজর লিরিক্স>> মায়ের নতুন গজল লিরিক্স

ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url