এদেশে আল্লাহু আকবারের সুরে লিরিক্স গজল । E Deshe Allahu Akbarer Sure Lyrics। Muhib Khan

 এদেশে আল্লাহু আকবারের সুরে লিরিক্স গজল । E Deshe Allahu Akbarer Sure Lyrics। Muhib Khan 

Muhib Khan

 

এদেশে আল্লাহু আকবারের সুরে লিরিক্স গজল । 
E Deshe Allahu Akbarer Sure Lyrics। 
Muhib Khan 

এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে
এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে।।


এদেশে মাল্লা মাঝি, কিষান মজুর সবার ঠোটে
শোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে।
ঈমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে
সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে।।


এদেশের পথে ঘাটে এদেশের বাজার হাটে
এদেশের গঞ্জে গ্রামে খোদার নামের তাসবি হাতে
কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে।
যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে
সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে।।


এদেশের আকাশজুড়ে, আযাদীর নিশান ঊড়ে
এদেশের মিনার হতে মুয়াজ্জিনের আযান শুনে
কোটিপ্রান সিজদা করে খোদার সনে।।


এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে
এদেশের সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে
মদীনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে।
এদেশের শিকড় তো নয় দিল্লী কিংবা ওয়াশিংটনে
এদেশের শিকড় যেন ছড়িয়ে আছে দূর মদীনায় ।

আরো বাংলা লিরিক্স>> ওগো মোর পেয়ারা নবী গজল লিরিক্স 

ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url