Majlum Kafela Gojol Lyrics | মাজলুম কাফেলা গজল লিরিক্স | bangla gojol Lyrics

Majlum Kafela Gojol Lyrics | মাজলুম কাফেলা গজল লিরিক্স | bangla gojol Lyrics

Alhera Qatar | Minar | Mahmud Faysal | Ahmed Rasel | FA Siddique

মাজলুম কাফেলা গজল অডিও


কথাঃ রাকিবুল এহছান মিনার
সুরঃ মাহমুদ ফয়সাল
,,,,
মাজলুম কাফেলার এই দুর্দিনে
ময়দানে সক্রিয় দৃঢ় আছো যারা,
দুর্গম কণ্টক শত জুলুমাতে
শপথের রশি ধরে টিকে আছো যারা।

তোমরাই আগামীতে আনবে বিজয়
জালেমের ইতিহাস সেতো পরাজয়
তোমরাই রাসূলের প্রিয় উম্মত
ধরে রাখো শপথের এই হিম্মত।

অসময়ে এই সেই অজুহাত তুলে
পাল্টে নিয়েছে যারা জীবনের পথ,
ভুলে গেছে রাসূলের সেই দিন গুলো
সাহাবিরা পাড়ি দিলো কত মুসিবত।
হয়ো না হতাশ ওরা চলে যাওয়াতে
এই পথ ওমরের ভীতুদের নয়।।

সুদিনের যে সাথীরা দুর্দিনে নেই
ছেড়ে গেলো দিয়ে আরো নানা অপবাদ,
ভুলে গেছে যারা নিজ শপথের বাণী
কাজে দাও সে জবাব না করে বিবাধ।

একদিন ওদেরও যে জাগবে বিবেক
বুঝে যাবে সেইদিন করে আসা ভুল,
ফিরে আসে যদি কভু কাফেলায় ফের
ঘৃণা নয় হাসি মুখে দিও হাতে ফুল।
তোমাদের উদারতা রেখো আজীবন
ভালোবেসে জয় করো সবার হৃদয়।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url