ক্ষমা কত চাইবো প্রভু গজল লিরিক্স | Khoma Koto Chaibo Provu Gojol Lyrics | Obydullah Tarek Official Song

ক্ষমা কত চাইবো প্রভু গজল লিরিক্স | Khoma Koto Chaibo Provu Gojol Lyrics |  Obydullah Tarek Official Song

ওবায়দুল্লাহ তারেক

ক্ষমা কত চাইবো প্রভু গজল অডিও



কথা ও সুর: ওস্তাদ তোফাজ্জল হোসাইন খান
শিল্পী : ওবায়দুল্লাহ তারেক
স্টুডিও: চন্দ্রালোক 
সম্পাদনা: এম. হাবিবুর রহমান

ক্ষমা কত চাইব প্রভ
      চাইব কত আর
আমি যেদিক তাকাই
      দেখিতে পাই
গুনাহের পাহাড়।।

বারে বারে তওবা করি
একই ভুলের রাস্তা ধরি
  দিন পেরুলেই এই আমি সেই 
           কাটেনা হায় মনের আধার ।।
আজাজিল এক লুকিয়ে আছে,
মনের আঙিনায়
নিত্য পাপের হাতছানি দেয়
রঙিন ছলনায়

দিনে দিনে দিন চলে যায়
 পাইনা ভেবে উপায় কি হায়
তুমি বিনে কে ত্বরাবে
আখিরাতের অথৈ পাথার
      আমি যেদিক তাকাই - -।।


আরো গজল লিরিক্স>> ছয়দিন পরে নখ খসে যাবে গজল লিরিক্স

লাইক, কমেন্ট ও শেয়ার  করে পাশে থাকার অনুরোধ রইল।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url