যদি ইশকে নবীতে সংগীতের লিরিক্স | Jodi Ishke Nabite Gojol Lyrics | New Gojol

যদি ইশকে নবীতে সংগীতের লিরিক্স | Jodi Ishq E Nabite Gojol Lyrics | New Gojol 

nate rasul

যদি ইশকে নবীতে গজল অডিও

লিরিক্স


যদি ইশকে নবীতে ডোবে কারো মন-২
এ জামানা দিওয়ানা হয় তারি তখন

হাসি খুশিতে কেটে যায় তারি জীবন-২
হার ইবাদত মুহাম্মদ শামিল হয় যখন-ঐ

যাকে দেখলেই চেনা যায় সিরাত সুরাতে-২
তার আচার ব্যবহার ও মধুর কথাতে

যে হয় আশিক সঠিক নবীতে মগন-২
চেহরা চমকায় বোঝা যায় দেখে দুই নয়ন-ঐ

ইয়া মুহাম্মদ মুহাম্মদ হয় কন্ঠের মালা-২
উঠতে বসতে জারি হয় তার সাল্লেআলা

তার কথাতে যায় ফুটে প্রেমের আলাপন-২
মরার আগে মরনকে করে সে বরণ-ঐ

আরো গজল লিরিক্স >> দেশটা নয়তো কারো বাপের ভিটা সংগীতের লিরিক্স

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url