Kodom Phool Gojol lyrics | কদম ফুল সংগীতের লিরিক্স | Rajiya Risha

 Kodom Phool Gojol lyrics | কদম ফুল সংগীতের লিরিক্স | Rajiya Risha

Rajiya Risha

কদম ফুল গজল অডিও

Lyrics

কদম ফুল কদম ফুল 
হলদে রঙের কদম ফুল
তোমার গন্ধ ভারি মিষ্টি 
তোমার উপর পরছে কিগো
কামলিওয়ালার দৃষ্টি  

বর্ষা কালে ডালে ডালে 
তোমায় যখন দেখি
ইচ্ছে করে কবির মতো 
প্রেমের কাব্য লিখি
ফুলের মাঝে তুমি যেন 
অপূর্ব একসৃষ্টি  

পাপড়িতে পাপড়িতে তোমার 
জান্নাতের ও ঘ্রাণ
আমার কামলিওয়ালার তরে 
বুঝি তোমার এত মান
ফুলের মাঝে তুমি যেন 
অপূর্ব একসৃষ্টি

আরো লিরিক্স গজল >> ও মালিক রে গজল লিরিক্স

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url