Tumi Chara Baba Amar Gojol Lyrics | তুমি ছাড়া বাবা আমার জাইমা নূর | Bangla Gojol
Tumi Chara Baba Amar Gojol Lyrics | তুমি ছাড়া বাবা আমার জাইমা নূর | Bangla Gojol
তুমি ছাড়া বাবা আমার
পৃথিবীটাই ফাঁকা
যেদিকে যাই সেদিকে পাই
মরুভূমি আঁকা।।
তুমি ছিলে মাথার 'পরে
অযুত বটের ছায়া
একটু রোদে কেউ পুড়িনি
বিছিয়ে দিতে মায়া
সেই তোমাকে ছাড়া বাবা
যায় না বেঁচে থাকা।।
চলার পথে রোজই এখন
হোঁচট খেয়ে পড়ি
হাত বাড়িয়ে দাওনা বাবা
হাতটা আবার ধরি!
তোমার শাসন-বারণ নিয়েই
অভিমানের সারি
কেউ বুঝিনি তোমার বুকেই
ভালোবাসার বাড়ি
আজ তুমি নেই বুকটা ভরে
হয় না বাবা ডাকা।।
আরো বাংলা লিরিক্স গজল- পৃথিবীতে জানিনা থাকব কদিন গজল
ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।
.jpg)