Prithibite Janina Thakbo Kodin Lyrics | পৃথিবীতে জানিনা থাকব কদিন গজল | Bangla Gojol

 Prithibite Janina Thakbo Kodin Lyrics | পৃথিবীতে জানিনা থাকব কদিন গজল | Bangla Gojol 

Prithibite Janina Thakbo Kodin Lyrics
 



Song Lyrics : পৃথিবীতে জানিনা থাকবো কদিন চলে যাবো ডাক মোর আসবে যেদিন আত্মীয় পরিবার সব হবে পর সঙ্গের সাথী কেউ হবেনা সেদিন পৃথিবীতে এসেছিল আগে যারা চলে গেল একে একে কেথায় তারা স্বপ্ন কত দেখেছিল তারা ভবে শান্তি সুখের জীবন কাটাবে সব কিছু আজ রইল পড়ে তারা সব হয়েছে বিলীন পৃথিবীটা সুন্দর স্বপ্নে ভরা লোভ লালসায় মানুষ আত্মহারা চিন্তা করো যদি একটু সময় এ জীবন ক্ষনেকের ফিরে যেতে হয় আসা যাওয়ার খেলা চলে থাকেনারে কেউ চিরদিন পৃথিবী আমাকে কত কি দিল বিনিময়ে আমি কি দিলাম বলো নিতে চায় সবাই দিতে না চায় দিলে জেনো তবেই কিছু পাওয়া যায় এস এম নজরুল গর্ব কিসের মনে রেখো তুমি মিসকিন


আরো বাংলা লিরিক্স গজল- আমাকে মাবুদ তুমি এমন করে

ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url