Ramadan Karim New Gojol Lyrics | রমাদান কারিম লিরিক্স | Ramzan New Song
Ramadan Karim New Gojol Lyrics | রমাদান কারিম লিরিক্স | Ramzan New Song
চারিদিকে খোস-আনন্দে এসেছে রমজান
খুশির জোয়ার নিয়ে এলো জান্নাতি সুঘ্রান-২
প্রভুর কাছে ক্ষমাচেয়ে মুছবে গোনাহ্ যত
আমল করে হবে জীবন নূরে আলোকিত
পবিত্র মাস এসেছে আজ মুছতে কালো দিন
চতুর্দিকে খুশির আওয়াজ রমাদন কারিম
রমাদন আল কারিম, আয়’ত নান নাইম,
রমাদনুল কারিম, লির রব্বির রহীম- ২
পড়রে কোরআর,রাখবে রোজা
চাইবে ক্ষমা রোজ
প্রভুর প্রিয় হতে দিবা-রাত্রি
করবে তার খোঁজ- ২
অশ্রু দিয়ে কিনবে যত আমন সু সংবাদ
এই মাসেতে ক্ষমা নেয়ার উঠেছে ঐ চাঁদ
পবিত্র মাস এসেছে আজ মুছতে কালো দিন
চতুর্দিকে খুশির আওয়াজ রমাদন কারিম
রমাদন আল কারিম, আয়’ত নান নাইম,
রমাদনুল কারিম, লির রব্বির রহীম- ২
আসবে রহম মিলবে নাজাত
করবে আমল আজ,
সবার বুকে এমন আশা
নিয়েই নূরের সাজ-২
মুছবে আধার গোনাহ্ যত
চাইবে সেই নাজাত
রেবের প্রিয় হয়ে চাইবে
জান্নাতী প্রভাত
পবিত্র মাস এসেছে আজ মুছতে কালো দিন
চতুর্দিকে খুশির আওয়াজ রমাদন কারিম
রমাদন আল কারিম, আয়’ত নান নাইম,
রমাদনুল কারিম, লির রব্বির রহীম- ২
আরো বাংলা লিরিক্স গজল- আসছে রমাদান গজল লিরিক্স
ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।
.jpg)
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।