Asche Ramadan Gojol Lyrics | আসছে রমাদান গজল লিরিক্স | Bangla Gojol
Asche Ramadan Gojol Lyrics | আসছে রমাদান গজল লিরিক্স | Bangla Gojol
রজব মাসের চাঁদের রোশনি
আনে খুশির বান
শা'বান এসে দেয় জানিয়ে
আসছে রামাদান।।
আল্লাহুমা বারিকলানা
ফি রাজাবা ওয়া শা'বান
ওয়া বাল্লিগনা রামাদান।
রজব মহান আল্লাহ্ তা'লার
আমার যে শা'বান
রমযান আমার উম্মতের মাস
নবীজী ফরমান।।
রমযানের চাঁদ উৎসবে তাই
নাচে মুমিন প্রাণ।।
আল্লাহুমা বারিকলানা
ফি রাজাবা ওয়া শা'বান
ওয়া বাল্লিগনা রামাদান।
খুশির জোয়ার বয়ে আনে
মাগফেরাতের মাস
পাপী তাপী মিলে সবাই
করে নেকের চাষ।।
রামাদান যে হায়াতে পায়
বড়ই ভাগ্যবান।।
আল্লাহুমা বারিকলানা
ফি রাজাবা ওয়া শা'বান
ওয়া বাল্লিগনা রামাদান।
আরো বাংলা লিরিক্স গজল- একটা মসজিদ বানাইয়া দে
.jpg)