Hariye Jabo Ekdin Ami lyrics | হারিয়ে যাবো একদিন আমি । bangla gojol

Hariye Jabo Ekdin Ami  lyrics | হারিয়ে যাবো একদিন আমি । bangla gojol

Hariye Jabo Ekdin Ami  lyrics



হারিয়ে যাবো একদিন আমি,
রবোনা এ ভূবনে চিরদিন-2
ক্ষমা করে দিও তোমরা আমায়,-2
ভুল করে থাকি যদি কোনদিন।

হারিয়ে যাবো একদিন আমি,
রবোনা এ ভূবনে চিরদিন-2


বাঁশবাগানে বা গোরস্থানে
হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে,
রাখবে না জানি কোন খবর।-2
পড়বে কি মনে আমার কথা,-2
ফেলবে কি অশ্রু কোনদিন?

হারিয়ে যাবো একদিন আমি,
রবোনা এ ভূবনে চিরদিন-2
ছোট্ট মাটির ঘরে আমার দেহ
নিথর হয়ে পড়ে রবে, আঁধার এ কবরে আলোর প্রদীপ,
কেহ নাহি কভু জ্বালবে।-2
থাকবে না কেউ জানি আমার পাশে,-2
কাটাব একাকী রাত্রি দিন।

হারিয়ে যাবো একদিন আমি,
রবোনা এ ভূবনে চিরদিন-2

আরো বাংলা লিরিক্স গজল- রমাদান কারিম লিরিক্স 

ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url