হেরার আলোর প্রদিপ তুমি গজল লিরিক্স | আরবের ফুল সংগীতের লিরিক | Herar Alor Prodip tumi Lyrics

হেরার আলোর প্রদিপ তুমি গজল লিরিক্স | আরবের ফুল সংগীতের লিরিক | Herar Alor Prodip tumi Lyrics

আরবের ফুল সংগীতের লিরিক

হেরার আলোর প্রদিপ তুমি গজল অডিও

লিরিক্স (হেরার আলোর প্রদিপ তুমি দূর আরবের ফুল তোমার সুভাস নিতে সারা দুনিয়া মাশগুল)।। (তোমার স্বরন ভাবাই প্রিয়)।। সন্ধা সকাল রাত দিন (দুরুদ সালাম নিও হাজার রাহমাতাল্লিল আলামিন)।। (আঁধার যখন চেয়েছিলো এই পৃথিবীর সব ছিলো মানুষ পাঁপাচারে ভূলে গিয়ে রব)।। (তোমার পরশ নিয়ে ধরা)।। পেলো শান্তি সুখের চিহ্ন (দুরুদ সালাম নিও হাজার রাহমাতাল্লিল আলামিন)।। (আবিদ যখন মাবূদ থেকে চলে গেলো দূর গোটা জগৎ জুড়ে যেনো অবিচারের সুর)।। (ন্যয়ের প্রতিক হয়ে নিদন)।। করলে অন্যায় অশালিন (দুরুদ সালাম নিও হাজার রাহমাতাল্লিল আলামিন)।। (হেরার আলোর প্রদিপ তুমি দূর আরবের ফুল তোমার সুভাস নিতে সারা দুনিয়া মাশগুল)।। (তোমার স্বরন ভাবাই প্রিয়)।। সন্ধা সকাল রাত দিন (দুরুদ সালাম নিও হাজার রাহমাতাল্লিল আলামিন)।।।।

আরো বাংলা লিরিক্স >> তোমাকে ডাকি যদি একবার গজল লিরিক্স

ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url