Nil Asman Sabuj prithibi Gojol Lyrics | নীল আসমান সবুজ পৃথিবী লিরিক্স | Bangla Gojol
Nil Asman Sabuj prithibi Gojol Lyrics | নীল আসমান সবুজ পৃথিবী লিরিক্স | Bangla Gojol
নীল আসমান সবুজ পৃথিবী
যাহার সৃষ্টি সব
সকল তারিফ তোমারই জন্য
তুমি আমার রব
সৃজন করেছো চন্দ্র-সূর্য
তোমারই তো এ নিখিল
আন্তা রব্বী আন্তা হাসবী
আন্তা লী নে'মাল ওয়াকীল।।
তুমিতো দিয়েছো কতো নেয়ামত
করিনা শোকর তার
তোমারই দেয়া সে জীবন বিধান
ভেঙ্গে চলি বারেবার
তবুও তোমার ক্ষমার আশায়
দোয়ায় হই শামিল
আন্তা রব্বী আন্তা হাসবী
আন্তা লী নে'মাল ওয়াকীল।
ডুবে আছি যতো পাপাচারে আর
লোভ লালসার ভীড়ে
ভুলে গেছি সব নিষেধের বাণী
কি করে আসবো ফিরে
ওমর খালিদ হামযার দলে
এ নাম করো শামিল
আন্তা রব্বী আন্তা হাসবী
আন্তা লী নে'মাল ওয়াকীল।।
বিতাড়িত সেই ইবলিস আমায়
দেয়না সফল হতে
ওয়াসওয়াসা দিয়ে লালসায় ফেলে
টেনে নেয় ভুল পথে
আমার হৃদয়ে তার ছায়া যেন
পড়েনাকো এক তিল
আন্তা রব্বী আন্তা হাসবী
আন্তা লী নে'মাল ওয়াকীল।।
আরো বাংলা লিরিক্স গজল- হারিয়ে যাবো একদিন আমি
ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।
.jpg)