জনপ্রিয় গান লিরিক্স | প্রশংসা সবই কেবল তোমারই গজল লিরিক্স | Bangla Islamic Song 2023
জনপ্রিয় গান লিরিক্স | প্রশংসা সবই কেবল তোমারই গজল লিরিক্স | Bangla Islamic Song 2023
প্রশংসা সবই কেবল তোমারই mp3
lyrics
প্রশংসা সবই কেবল তোমারই
রাব্বুল আলামীন
দয়ালু মেহেরবান করুনা অফুরান
আর কেউ নয় তুমি মালিক
শেষ বিচারের দিন।
কেবল তোমারি করি ইবাদত
কেবল তোমারি চাহি নেয়ামত
দাও দিশা দাও সরল পথের
সিরাত মুস্তাকিম।
যাদের উপর করছো রহমত
গেয়েছে তোমার অশেষ মহাব্বত
তাদের সে পথ দাও আমাদের
দাও গো তোমার দ্বীন।
যাদের উপরে কেবলি গজব
নাযিল করেছো দিয়োছ আযাব
তাদের এ ভাগ্য দিয়ো না মোদের
হে অসীম সীমাহীন।
আরো গজল লিরিক্স>> যদি তুমি বিশ্বাসী হও গজল লিরিক্স
.jpg)