বড়ই মধুর লাগে আমার গজল লিরিক্স || Boroi Madhur Lage Gojol Lyrics || Rajiya Risha
বড়ই মধুর লাগে আমার গজল লিরিক্স || Boroi Madhur Lage Gojol Lyrics || Rajiya Risha
বড়ই মধুর লাগে আমার গজল mp3
Lyrics
বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর নাম
আরো বেশী লাগে ভালো দরুদ ও সালাম
দরুদ ও সালাম, নবীর দরুদ ও সালাম
আল্লাহুম্মা সাল্লেআলা সাইয়েদিনা মুহাম্মাদিন
আল্লাহুম্মা সাল্লেআলা সাইয়েদিনা মুহাম্মাদিন
আল্লাহ বলেন আমার নাম যেমন আহাদ
বন্ধুর নাম রেখেছি তাই তো মুহাম্মাদ
আমি মালিক সারা সৃষ্টি জুড়ে
বন্ধু মোর রহমত সবার তরে
সবার থেকে অতি উচ্চ আছে যার মাকাম
তার উপরে বর্ষিত হয় আমারি সালাম
আমারি সালাম, জেনো আমারি সালাম
আল্লাহ মোর নবীকে বানালো সরকার
নিজ হাতে উম্মাতকে পিলাবেন কাওসার
কেউ কারো নয় যেদিন করবে সব হায় হায়
নবীর সুপারিশে পাবে সব রেহায়
আদম হতে ঈসা মুসা আম্বিয়া তামাম
সবার মুখে নারা হবে আমার নবীর নাম
আমার নবীর নাম, সেদিন আমার নবীর নাম
আরো গজল লিরিক্স>> আমার মনের ঘরেতে রেখেছি যারে লিরিক্স
.jpg)