হৃদয় ছুঁয়ে যাওয়া নতুন গজল লিরিক্স | Ogo Ses Nabi Gojol Lyrics | ওগো শেষ নবী গজল লিরিক্স

হৃদয় ছুঁয়ে যাওয়া নতুন গজল লিরিক্স | Ogo Ses Nabi Gojol Lyrics | ওগো শেষ নবী গজল লিরিক্স

Heart Touching Gojol

গো শেষ নবী গজল অডিও

Lyrics

ওগো শেষ নবী কামলিওয়ালা 
কে আছে তোমার মত 
নেই কেউ নেই
ওগো রাসূলেপাক মদিনাওয়ালা
তোমার মত এত আপন
নেই কেউ নেই

এই দিলে লেখা নাম শুধু 
মোহাম্মদ
সালাম জানাই তোমায় 
তোমার চেয়ে প্রিয় আমার
নেই আর কেউ নেই

পবিত্র আরশের মেহমান 
শুধুই তুমি
তোমারি মোহাব্বতে সৃষ্টি 
এই ভুমি
তোমারি মতো এত প্রেম 
নেই আর কারো নেই

মহামানব তুমি 
তুমি তো শ্রেষ্ঠ বীর
প্রতি দমে দমে তোমারি 
নামে উঠে যে তাকবীর
তোমার চেয়ে শ্রেষ্ঠ 
নেই আর কেউ নেই


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url