সময়ের জাগরণী গান লিরিক্স | Ay Tarunno Gojol Lyrics | আয় তারুণ্য গজল লিরিক্স

সময়ের জাগরণী গান লিরিক্স  |  Ay Tarunno Gojol Lyrics |  আয় তারুণ্য গজল লিরিক্স

Saimum

আয় তারুণ্য আয় গজল অডিও


কথা: আয় তারুণ্য
কথা: বিলাল হোসাইন নূরী
সুর: রাআদ ইজামা
পরিবেশনায়: সাইমুম শিল্পীগোষ্ঠী

✅✅লিরিক্স✅✅

আয় তারুণ্য আয়
আয় আগ্নিগিরির লাভার মতো উদগীরিত রই!
দুঃখ শোকের মাঝেও চির উজ্জীবিত রই!
দু'কূল ভাঙা ঝড়ের মতো নৃত্য তুলে পায়-
আয় তারুণ্য আয়।। 

তোর মুক্ত স্বাধীন দু'হাতর যে শেকল পরাল
স্বপ্ন-সজীব চোখের কোণে আশ্রু ঝরাল-
সেই অত্যাচারীরর বুকের চাতাল
ভেঙে দে রে হিংস্র-মাতাল
দৃপ্ত চরণ-ঘায়-
আয় তারুণ্য, আয়।।

আয় বজ্র কঠোর আওয়াজ তুলি পাহাড় ছাপিয়ে
হাল জামানার ফেরাউনের প্রাসাদ কাঁপিয়ে! 

এই শান্ত-শীতল ভূ-ভাগে যে আগুন ধরাল-
ভ্রাতৃ-প্রতীম সমাজধারায় হিংসা ছড়াল-
সেই স্বৈরাচারীর দে রে কবর
রক্তে নাচুক তপ্ত খবর,
প্রাণ যদিও যায়-

আরো গজল লিরিক্স >> সাজিয়ে গুজিয়ে দে মোরে লিরিক্স

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url