হৃদয় ছুঁয়ে যাওয়া নতুন গজল লিরিক্স | Ei Bhobo Songsar Lyrics Song | এই ভব সংসার সংগীতের লিরিক

হৃদয় ছুঁয়ে যাওয়া নতুন গজল লিরিক্স | Ei Bhobo Songsar Lyrics Song | এই ভব সংসার সংগীতের লিরিক 

Rajiya Risha

এই ভব সংসার গজল অডিও

Lyrics

এই ভব সংসার একদিন যে 
হয়ে যাবে ছারখার
স্বার্থের পৃথিবীতে মায়া 
ডোরে বাধবেনা যে আর

প্রতিদিনি কর তুমি 
কত যে আয়োজন
সেই তুমি হয়ে যাবে যে
একদিন নিষ্প্রয়োজন
এমন করে ভাবলেই যে 
আসে অশ্রু জোয়ার

প্রতি ক্ষণে ক্ষণে দেখি 
মানুষ বদলে যায়
দেখে না হিসাব করে 
একদিন সে হবে গত
সাধের দেহটা মাটিতে 
মিশে হবে একাকার

আরো গজল অডিও >> যুদ্ধ লেগেছে ফিলিস্তিনে গজল লিরিক্স

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url