তুমি রাহমাতুল্লিল আলামীন গজল লিরিক্স| Rohmatullil Alamin Gojol Lyrics| NEW ISLAMIC SONG
তুমি রাহমাতুল্লিল আলামীন গজল লিরিক্স | Rohmatullil Alamin Gojol Lyrics | NEW ISLAMIC SONG
তুমি রাহমাতুল্লিল আলামীন গজল অডিও
Lyrics
তোমারি আগমনে
শান্তি এলো ভুবনে
রহমতে, ভিজিলো এ জমিন।
তুমি রাহমাতুল্লিল আলামিন
রাহমাতুল্লিল আলামিন।।
তুমি রাহমাতুল্লিল আলামিন
মক্কাতে এলে তুমি, জানলো সারা জাহান
খুশিতে মাতোয়ারা, হলো জীন ইনসান।
নাচিলো চাঁদ সেতারা
হাসিলো জগৎ সারা।
আঁধার এই, পৃথিবী হলো রঙিন।।
তুমি রাহমাতুল্লিল আলামিন...
রাহমাতুল্লিল আলামিন।।
তুমি রাহমাতুল্লিল আলামিন
তোমার পরশে বিশ্ব, জগৎ উজালা
ছড়ালো মিষ্টি সুর, জান্নাতি হুরমালা।
আসিলো ধরায় ফূর্তি
ধ্বসিলো কা'বার মূর্তি।
হেরারি, আলোতে রাঙলো মুমিন।
তুমি রাহমাতুল্লিল আলামিন...
রাহমাতুল্লিল আলামিন।।
তুমি রাহমাতুল্লিল আলামিন
আরো বাংলা নাশিদ লিরিক্স>> আকাশে চাঁদ রবি গজল লিরিক্স
.jpg)