ছয়দিন পরে নখ খসে যাবে গজল লিরিক্স | Choydin pore Gojol Lyrics | ওবায়দুল্লাহ তারেক
ছয়দিন পরে নখ খসে যাবে গজল লিরিক্স | Choydin pore Gojol Lyrics | ওবায়দুল্লাহ তারেক
কবর যায়গা ভালো নয় গজল অডিও
কবর যায়গা ভালো নয়
ছয় দিন পরে নখ খসে যাবে
নয় দিন পরে চুল
কবর গাহের সামান নিতে
কইর না কেউ ভুল
কবর যায়গা ভালো নয়
আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়।
১৭ দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে
ষাট দিন পরে গোসত থাকবে না কংকাল পড়ে রবে
৯০ দিনে হাড়্গুলি সব আলাদা হয়ে রয়।
দেহের চেয়ে অহম বড় লোভ লালসার পাহাড়
হিংসায় জ্বলে বিবেক হল নফসের কালো আহার
হামান কারুন সবারই এই পরিণতি পরিচয়।
আরো গজল লিরিক্স>> বুকে অনেক ব্যাথা গজল লিরিক্স
লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল।
.jpg)