আল্লাহ্ তুমি কবুল করো গজল লিরিক্স। Allah Tumi Kobul Koro Gojol Lyrics। Sumon Aziz
আল্লাহ্ তুমি কবুল করো গজল লিরিক্স। Allah Tumi Kobul Koro Gojol Lyrics। Sumon Aziz
মোনাজাত গজল অডিও
গানের লিরিক
কথা ও সুরঃ লিটন হাফিজ চৌধুরী
আল্লাহ তুমি কবুল করো আমার মোনাজাত
দুঃখে আমি তোমার তরে তুলেছি দু হাত
আল্লাহ তুলেছি দু হাত.
তুমি রহিম তুমি করিম তোমার কাছে কাঁদি
আমি গুনাহগার তুমি আমায় ক্ষমা করো যদি
তাইতো আমি তোমার তরে জেগে আছি সারারাত।
দুঃখে আমি তোমার তরে তুলেছি দু হাত
যত গুনাহ করেছি আমি এই দুনিয়ায় বসে
আল্লাহ তোমার নামের গুণে গুনাহ যাবে মিশে
তাইতো আমি তাওবা করি পাবো যে নাজাত
দুঃখে আমি তোমার তরে তুলেছি দু হাত।
আরো বাংলা লিরিক্স >> হেরার আলোর প্রদিপ তুমি গজল লিরিক্স
ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।
.jpg)