সূরা নাস | সূরা নাস বাংলা উচ্চারণ সহ অর্থ | surah nas bangla

সূরা নাস | সূরা নাস বাংলা উচ্চারণ সহ অর্থ | surah nas bangla 

সূরা নাস বাংলা উচ্চারণ সহ অর্থ

সূরা নাস তেলাওয়াত mp3


সূরা নাস

সূরা নাস আরবি

بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ * مَلِكِ النَّاسِ * إِلَهِ النَّاسِ * مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ * الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ * مِنَ الْجِنَّةِ  وَ النَّاس

সূরা নাস বাংলা উচ্চারণ

(১) কুল আউযু বিরাব্বিন নাস 

(২) মালিকিন্ নাস 

(৩) ইলাহিন্ নাস 

(৪) মিন্ শররিল ওয়াস্ ওয়াসিল খান্নাস 

(৫)  আল্লাযী ইউওযাসবিসু ফী ছুদুরিন্নাস 

(৬) মিনা জিন্নাতি ওয়ান্নাস ।

সূরা নাস বাংলা অর্থ

(১) বলুন, আমি আশ্রয় গ্রহণ করিতেছি মানুষের পালনকর্তার, 

(২) মানুষের অধিপতির। 

(৩) মানুষের মা’বুদের।  

(৪) তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় ও আত্নগোপন করে,

(৫) যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে। 

(৬) জ্বিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে।

আরো পড়ুন>> সূরা ফাতিহার বাংলা উচ্চারণ ও অর্থ 

*** ভাল লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। সওয়াবের উদ্দেশ্যে বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url