Mahe Ramjaner Gojol Lyrics | মাহে রমজানের গজল | Bangla gan

Mahe Ramjaner Gojol Lyrics | মাহে রমজানের গজল | Bangla gan

Mahe Ramjaner Gojol Lyrics




রহমের বৃষ্টিতে ভিজলো জমিন হৃদয় সাগরে এলো বারাকার ঢেউ বুকের উঠোনে নাচে নাজাতের দিন কি যে সুখ রব ছাড়া বুঝবে না কেউ কান পাতো শোনো গায় সাত আসমান খোশ আমদেদ এলো মাহে রমাদান।। এই মাস মালিকের সেরা উপহার অবহেলা করে তাকে হারাবো না আর সিয়াম কিয়ামে রবো রত নিশিদিন ছড়াবো আমল ফুলে খুশবুর ঘ্রাণ।। এসো করি পাপগুলো পুড়ে পুড়ে ছাই ফোটাই ঠোঁটের পাড়ে হরফের ফুল কদরের রাত যদি একবার পাই মুছে যাবে জীবনের গুনাখাতা ধুল! এই মাস হেলা করে যদি চলে যায় তুমি বড় হতোভাগা এই দুনিয়ায় রোজা রাখো ক্ষমা চাও খুলে আছে দার তাকাও দু'চোখ মেলে দ্যাখো রাইয়ান।।

আরো বাংলা লিরিক্স গজল- কোরআন মধুর বানী গজল লিরিক্স

ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url