Deka Daw Rasulallah Lyrics Song | দেখা দাও রাসুলাল্লাহ সংগীতের লিরিক্স | Bangla Gojol

Deka Daw Rasulallah Lyrics Song | দেখা দাও রাসুলাল্লাহ সংগীতের লিরিক্স | Bangla Gojol 

Deka Daw Rasulallah Lyrics Song




💖----------------লিরিক্স------------------💖 দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাদে আসিক তোমার আছো শুয়ে মাদিনায় তুমি ডেকে নাউ রওজা তোমার (রাসূলুল্লাহ কি উপায় হবে আমার)।। (ঐ মাদিনার পথের ধূলি মাখতাম আমি পেলে সুরমা বলি)।। ফীরে পেতো এ নয়নে নূরেরি আধার ডেকে নাউ রওজা তোমার (রাসূলুল্লাহ কি উপায় হবে আমার)।। (মরনের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার)।। প্রানভরে দেখবো চেহারা তোমার ডেকে নাউ রওজা তোমার (রাসূলুল্লাহ কি উপায় হবে আমার)।। (তোমার দেশে যায় কত আশেকান এ অধম পড়ে আছি বাংলায় ওতান)।। যেতে পারলাম না আমি দেশেতে তোমার ডেকে নাউ রওজা তোমার (রাসূলুল্লাহ কি উপায় হবে আমার)।।

আরো বাংলা লিরিক্স গজল- ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ

ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url