Ekdin matir vitore hobe ghor Lyrics | একদিন মাটির ভিতরে হবে ঘর মিজানুর রহমান আজহারী
Ekdin matir vitore hobe ghor Lyrics | একদিন মাটির ভিতরে হবে ঘর মিজানুর রহমান আজহারী
একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার
কেন বান্ধ দালান ঘররে মন আমার
কেন বান্ধ দালান ঘর
প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরও ছেড়ে
ধরাধামে সবি রবে তুমি যাবে চলে
বন্ধু বান্ধব যত মাতা পিতা দারা সুত
সকলি হবে তোমার পর রে মন আমার
কেন বান্ধ দালান ঘর
দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে
শিরা-উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে
মণ্ডু মেরুদণ্ড সবি হবে খন্ড খন্ড
মণ্ডু মেরুদণ্ড সবি হবে খন্ড খন্ড
পড়ে রবে মাটির ও উপর রে মন আমার
কেন বান্ধ দালান ঘর
রুপেরি গৌরবে সাজিয়াছ সাজ
সোন দানা কতা কি আর রাজকিয় পোশাক
যেদিন প্রাণ চলে যাবে, সবই পড়ে রবে
গায়ে দিবে মার কিনুথন রে মন আমমার
কেন বান্ধ দালান ঘর
ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।
.jpg)