Rongin ei prithibi Gojol lyrics। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে | Bangla Gojol

Rongin ei prithibi Gojol lyrics। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে | Bangla Gojol 

Rongin ei prithibi Gojol lyrics



রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে সাধের এই দেহ মাটিতে খাইবে-২
শূণ্য হবে জিন্দেগানী
কার লাগিয়া এতো মায়া এতো চোখের পানি রে মন...২
সন্ধ্যা হলে ডুবিবে বেলা সাঙ্গ হবে ভবেরই মেলা-৩
কেউবা দিবে আখেরী গোসল-২ কেউবা আনবে আতরদানি...
কার লাগিয়া এতো মায়া এতো চোখের পানি।-২
রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে সাধের এই দেহ মাটিতে খাইবে-২
শূণ্য হবে জিন্দেগানী
কার লাগিয়া এতো মায়া এতো চোখের পানি রে মন...২

কত আশার বাসা তোমার নিমিষেতে হবে চুরমার-৩
কেউবা ডাকবে মা মা করে-২ সাড়া তো দিবে না জননী

কার লাগিয়া এতো মায়া এতো চোখের পানি রে মন...২

রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে সাধের এই দেহ মাটিতে খাইবে-২
শূণ্য হবে জিন্দেগানী
কার লাগিয়া এতো মায়া এতো চোখের পানি রে মন...২

আরো বাংলা লিরিক্স গজল- তুমি নাবী সুন্দর গজল লিরিক্স

ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url