Porer Valo Dekhe jodi Gojol Lyrics | পরের ভালো দেখে যদি লিরিক্স | Bangla Gojol
Porer Valo Dekhe jodi Gojol Lyrics | পরের ভালো দেখে যদি লিরিক্স | Bangla Gojol
পরের ভালো দেখে যদি
মনটা তোমার জ্বলে,।।
হিংসা তাকে বলে বন্ধু
হিংসা তাকে বলে--।।
আড়াল থেকে ওৎ পেতে যে,
পরেরই দোষ খুজে বেড়ায়।
ভালো কিছু গোপন করে
অগোচরে কুংসা রটায়
মুখে মুখে বলে আপন
অন্তরেতে বিষের দহন
সাপের মতন দেয় যে ছোবল
একটু সুযোগ পেলে
মুনাফিক তাকে বলে বন্ধু,
হিংসা তাকে বলে--
পরের দুঃখে দুঃখি হলে
আল্লাহ হবেন অনেক খুশি
বিনিময়ে দিবেন তোমায়
দানের চেয়ে অনেক বেশি
কারো মনে কষ্ট দিলে
সকল কিছু যায় বিফলে
কাল হাশরে ভিজবে তুমি
শুধু নয়ন জলে
ব্যর্থ তাকে বলে বন্ধু
হিংসা তাকে বলে
ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।
.jpg)