Meherban Tumi Meherban Lyrics | মেহেরবান তুমি মেহেরবান | Bangla Gojol
Meherban Tumi Meherban Lyrics | মেহেরবান তুমি মেহেরবান | Bangla Gojol
মেহেরবান তুমি মেহেরবান
মেহেরবান তুমি মেহেরবান।(২)
আমি পাপী গুনাহগার
তুমি ছাড়া কে আছে আর।
ক্ষমা করো ওগো প্রভু
তওবা করি বারে বারে।
ইয়া রাহিমুর রহমান
ইয়া কারিমু মেহেরবান।(২)
জেনে না জেনে
হাজার পাপের সাগরে,
ডুব দিয়েছি,
পথ হারিয়ে ভুলে।
বুঝে না বুঝে
হাজার পাপের সাগরে,
ডুব দিয়েছি,
পথ হারিয়ে ভুলে।
নিজের সাথে নিজে
সকাল বিকাল সাঁঝে। (২)
জুলুম করেছি
বারে বার।
ইয়া রাহিমুর রহমান
ইয়া কারিমু মেহেরবান।(২)
মেহেরবান তুমি মেহেরবান
মেহেরবান তুমি মেহেরবান।(২)
পাহাড় সমান পাপের বোঝা
মাথায় নিয়ে
চলতে পারিনা
ক্ষমা কর রহম দিয়ে।
বান্দা তোমার আমি
তুমি অন্তর জামি
তোমার কাছে ফিরি
বারে বার।
ইয়া রাহিমুর রহমান
ইয়া কারিমু মেহেরবান।(২)
মেহেরবান তুমি মেহেরবান
ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।
.jpg)