বাবা শুধু বাবা নয় এক সৈনিক গজল | Baba Shudhu Baba Noi Ek Shoinik Lyrics | Bangla Song

বাবা শুধু বাবা নয় এক সৈনিক লিরিক্স | Baba Shudhu Baba Noi Ek Shoinik Lyrics | Bangla Song

Baba Shudhu Baba Noi Ek Shoinik



বাবা শুধু বাবা নয় এক সৈনিক খেটে যায় আজীবন সেতো দৈনিক, সংগ্রামী সে যে সংগ্রামী খুব দামী সে যে খুব দামী। থেমে যায় সবে তবু সেতো থামে না ঘেমে যায় দেহ তার সেতো ঘামে না !! বাবা তুমি আমার দু'চোখে দেখা পৃথিবীর সেরা মানব....... বেতিব্যাস্ত খুবই মানুষ তিনি আজীবন বেহিসেবে খাটেন যিনি, সংসার সন্তান নিয়ে যে জীবন সংগ্রাম করে যার যায় আজীবন। হেরে যেতে পারে সবে সেতো হারে না ছেড়ে যেতে পারে সবে সেতো ছাড়ে না !! বাবা তুমি আমার দু'চোখে দেখা পৃথিবীর সেরা মানব........ পড়ে যায় কত উঠে দাঁড়ায় তবু লড়ে যায় শত হাল ছাড়েনা কবু, একটুও নেই যার শ্রমের মায়া বটবৃক্ষের মতো দিচ্ছে ছায়া। প্রতিদান চায় সবে সেতো চায় না যতটুকু পায় সবে সেতো পায় না !! বাবা তুমি আমার দু'চোখে দেখা পৃথিবীর সেরা মানব........

 আরো বাংলা লিরিক্স গজল- ফজরের ক্ষণ গেলো পড়নি নামায

ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url