Ami Quraner Sur Majhe Lyrics | আমি কোরানের সুর মাঝে | Bangla gojol

Ami Quraner Sur Majhe Lyrics | আমি কোরানের সুর মাঝে | Bangla gojol

Ami Quraner Sur Majhe Lyrics




আমি কোরানের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি, আমার হৃদয় হে রাসুল, নবীজি তোমায় হে রাসুল, নবীজি তোমায়। ও নামে এত জাদু, এত মধুময় ও নাম নিয়েই ফুল সুরভী ছড়ায়, ও নামের সুর তুলে শুধু আমি চাই হে রাসুল, নবীজি তোমায় হে রাসুল, নবীজি তোমায়। আরশের বুকে লেখা ও মধুর নাম তামাম মানবকুল জানায় সালাম, ব্যাথিত মানবতা খুজেঁ ফেরে হায় হে রাসুল, নবীজি তোমায় হে রাসুল, নবীজি তোমায়। আমি কোরানের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি, আমার হৃদয় হে রাসুল, নবীজি তোমায় হে রাসুল, নবীজি তোমায়।

আরো বাংলা লিরিক্স গজল- সালামুন আলাইকা ইয়া রাসুল আল্লাহ

ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url