Palestine Bangla Nasheed Lyrics | ফিলিস্তিন যুদ্ধ লিয়ে গজল লিরিক্স | Abu Ubayda

Palestine Bangla Nasheed Lyrics | ফিলিস্তিন যুদ্ধ লিয়ে গজল লিরিক্স  | Abu Ubayda

Abu Ubayda

ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দীন


ফি লি স্তি ন ফিলিস্তিন 
যেখানে জিন্দা খোদার দীন
আল কুদুস আল কুদুস
যেখানে জিন্দা ইমানী জোশ

প্রতিটি গোলাপে রক্তের ঘ্রাণ
প্রতিটি পাখিই ভুলে গেছে গান
প্রতিটি দৃশ্য ধূসর যেখানে প্রতিটি সুখই লীন
শত আঘাতের স্তুপের উপরে দাঁড়িয়ে ফিলিস্তিন

ফি লি স্তি ন ফিলিস্তিন 
যেখানে জিন্দা খোদার দীন
আল কুদুস আল কুদুস
যেখানে জিন্দা ইমানী জোশ

প্রতিটি শিশুই জন্মের পরে 
শহীদি মৃত্যু কামনা করে 
বন্ধুর হাসি দেখার আগেই দেখে শত্রুর ক্রোধ 
ভালোবাসাটুকু ভুলে গিয়ে তারা শিখে নেয় প্রতিশোধ

রক্তেই যদি হয় সমাধান
দিয়ে যাবে আরো রক্তের দান
জীবনের গান ভুলে গিয়ে যারা ফুকে মৃত্যুর বীণ
পৃথিবী দেখো, তাকিয়ে দেখো দ্রোহের ফিলিস্তিন

নারায়ে তাক্ববীর।। আল্লাহু আকবার

জেগেছে ফিলিস্তিন দেখো ফুসেছে মু'মিনিন
হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে সমরে ফেরার এসেছে দিন
জেগেছে ফিলিস্তিন দেখো ফুসেছে মুসলিমিন
দেনা পাওনার তামাম হিসাব চুকিয়ে আজই মিটাবে ঋণ

প্রতিটি আঘাতে তিলে তিলে গাঢ়
শক্তি যোগায় মনে প্রাণে আরো
বুলেটের প্রিয় উত্তরে ছুড়ে ইট পাথরের ঢিল
আকসাকে ফের স্বাধীন করবে কুদুসের আবাবিল

গ্রেনেডের বুকে বুনে দেয় যারা
নার্গিস আর গোলাপের চারা 
শ্মশানের ভূমি কেড়ে নিয়ে তারা করে দিবে তা সজীব
নাসরুম মিনাল্লাহি ওফাতহুন কারিব

আরো গজল লিরিক্স >> যুদ্ধ লেগেছে ফিলিস্তিনে গজল লিরিক্স

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url