বিশ্বের অসহায় শিশুদের জন্য জাইমা নূরের গান । Je Cheleta Gojol Lyrics । যে ছেলেটা গজল লিরিক্স

বিশ্বের অসহায় শিশুদের জন্য জাইমা নূরের গান । Je Cheleta Gojol Lyrics । যে ছেলেটা গজল লিরিক্স 

Jaima Noor 2023

যে ছেলেটা গজল অডিও


লিরিক্সঃ
যে ছেলেটা
কথাঃ শাহ মিজান
সুরঃ সাইফুল্লাহ মানছুর

যে ছেলেটা পথে পথে
বিক্রি করে ফুল,
জীর্ণ জামা গায়ে পরা
উসকো মাথার চুল।
সেই ছেলেটার মতো আমার
কষ্ট এতো নাই,
তবুও রোজ বায়না ধরি
কত্তো কিছু চাই।
হই না কেনো খুশি আমি
যা আছে, তা নিয়ে?
আল্লাহ আমার দিলটা ভরাও
তোমার রহম দিয়ে!

আফ্রিকাতে কত্তো শিশু
নিত্য উপোস আছে,
ফিলিস্তিনের শিশুরা তো
যুদ্ধ করেই বাঁচে।
আমি তো রোজ পাচ্ছি খাবার
তাগাদা নেই যুদ্ধে যাবার
হামদে শোকর আদায় করি
চিন্তাকে বদলিয়ে।
আল্লাহ আমার...।।

ইয়েমেন ও সিরিয়াতে
হাজার শিশু মরে
খাদ্য-পানি-ওষুধ কিছুই
নেই তো তাদের ঘরে।
তাদের লাগি দুয়া করি
সকল কাজে ধৈর্য ধরি
মুস্তাকিমের পথে থাকি
ভুল পথে না গিয়ে।
আল্লাহ আমার...।।

জাইমা নূরের আরো সংগীত শুনুন>>  Jaima Nur

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url