এলো কে কাবার ধারে লিরিক্স গজল । Elo ke kabar dhare Lyrics Gojol | Nabiha Nur
এলো কে কাবার ধারে লিরিক্স গজল । Elo ke kabar dhare Lyrics Gojol | Nabiha Nur
এলো কে কাবার ধারে আঁধার চিরে
গানের লিরিক্সঃ
এলো কে কাবার ধারে আঁধার চিরে
কথা ও সূরঃ মতিউর রহমান মল্লিক
এলো কে কাবার ধারে আঁধার চিরে
চিনিস নাকিরে!
ওকে ও মা আমিনার কোল জুড়ে চাঁদ
জানিস নাকিরে ! ২
মোতালিব আজকে কেন বেঁহুশ হেন
বক্ষে খুশীর বান
বেদনার সুপ্ত ক্ষতে হাত বুলাতে
কার এ আগমন
সাহারার হৃদয় ভরা ঝর্ণাধারা
বইলো নাকিরে ।
এলো কে কাবার ধারে আঁধার চিরে
চিনিস নাকিরে!
ওকে ও মা আমিনার কোল জুড়ে চাঁদ
জানিস নাকিরে !
বাগিচায় ছন্দ বিলায় বুলবুলি হায়!
আজ সে দেওয়ানা
চুমু খায় প্রেমের ভাষায় গভীর নেশায়
পেয়েই পরওয়ানা
গোলাবের অধর ভরে খুশবু ঝরে
রয় না বাকীরে।
এলো কে কাবার ধারে আঁধার চিরে
চিনিস নাকিরে!
ওকে ও মা আমিনার কোল জুড়ে চাঁদ
জানিস নাকিরে !
আকাশে ভোরের রবি মুগ্ধ কবি
আবেগ ছল ছল
বাতাসে ছন্দ অতুল গন্ধ বকুল
সোহাগ টলমল
সাগরের উর্মিলালায় দোদুল দোলায়
কার এ রাখী রে।
এলো কে কাবার ধারে আঁধার চিরে
চিনিস নাকিরে ওকে ও
মা আমিনার কোল জুড়ে চাঁদ
জানিস নাকিরে !
বেদুইন থমকে দাঁড়ায় দৃষ্টি ছড়ায়
নিবিড় আনন্দে
সাওয়ারীর লাগাম টানে কাবার পানে
জান্নাতী ছন্দে
হৃদয়ের গভীর দেশে কার পরশে
খুললো আঁখিরে ।
............
আরো গজল লিরিক্স >> হিজল বনে গজল লিরিক্স
