আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও লিরিক্স । Ami Chad Ke Boli Tumi Sundor Nou Lyrics | Best Islamic Ma Gojol

আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও লিরিক্স । Ami Chad Ke Boli Tumi Sundor Nou Lyrics |  Best Islamic Ma Gojol

Best Islamic Ma Gojol

আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও অডিও


আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও
আমার মায়ের মত।
গোলাপকে বলি তুমি মিষ্টি নও
আমার মায়ের মত।
মাযে আমার সবার সেরা
অনন্তকাল অবিরত।

হীরা নাকি শুনি সবচে দামী
সারাক্ষন করে ঝলমল।
তাহার চেয়ে অধিক দামী
আমার মায়ের আঁচল।
মাকে ছেড়ে চাই না আমি
 হীরা মানিক কত শত।।

মাযে হলো প্রেম ময়তায় 
বিধাতার সেরা উপমা।
হয়না কভূ মায়ের সাথে 
অন্য কারো তুলনা।
মার পরশে যায় যে মুছে 
সকল বেদনা যত।।

আরো  গজল লিরিক্স >> বাঁশের পালকি চইড়া মাগো গজল লিরিক্স


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url