এই বেলা ফুরাবার আগে গজল লিরিক্স । Ai Bela Furabar Age Gojol Lyrics । জাইমা নূর
এই বেলা ফুরাবার আগে গজল লিরিক্স । Ai Bela Furabar Age Gojol Lyrics । জাইমা নূর
এই বেলা ফুরাবার আগে গজল অডিও
লিরিক্স
বেলা ফুরাবার আগে ||
কথাঃ নূরুজ্জামান শাহ্
সূরঃ সাইফুল্লাহ মানছুর
এই বেলা ফুরাবার আগে
যেন দ্বীনের বেলাটা জাগে
নামে জোছনার ঢল যেন
এই জীবনের অস্তরাগে।।
জানি আঁধারে আঁধারে হেঁটে
কতো রাত দিন গেছে কেটে
চোখে দেখিনি ভোরের আলো
আমি হাঁটিনি ফুলের বাগে।।
যার নেই হাতে সঞ্চয়
তার পদে পদে শুধু ভয়
যার আয়ুপাখি উড়ে যায়
তার সব আশা ফুরে যায়!
হাঁটি আলোতে আলোতে যদি
পাবো মুস্তাকিমের নদী
পেলে সুখের আরশ ছায়া
আর চাই না কিছুই ভাগে।।
আরো গজল লিরিক্স >> বাবা মানে হাজার বিকেল
