আকাশে চাঁদ রবি গজল লিরিক্স | akashe chad robi gojol lyrics | bangla gojol lyrics

আকাশে চাঁদ রবি গজল লিরিক্স | akashe chad robi gojol lyrics | bangla gojol lyrics 

Abu Bakar Nasheed Star

আকাশে চাঁদ রবি গজল অডিও


Lyrics

কঠিন হাশর দিনে
-তোজাম্মেল হক বাচ্চু 

আকাশে চাঁদ রবি গ্রহ তারা
তোমারি গান গেয়ে দিশাহারা 
আমিও তাদের সাথে 
হাত রেখে হাতে হাতে
তোমারি গুনগান গেয়ে যেতে চাই
ও আল্লাহ তুমি ছাড়া ইলাহ নাই।। 

আমাতে ঢেলে দাও তোমারি আলো
দূর করে দাও যতো মনের কালো 
তোমার কাননে হায়
সকাল আর সন্ধ্যায় 
ফুল হয়ে ফুটিতে যে চাই।।
ও আল্লাহ তুমি ছাড়া ইলাহ নাই 

আমাতে যদি ভুল হয়ে যায় কভু 
ক্ষমা করে নিও কাছে ওগো মোর প্রভু
কঠিন হাশর দিনে
তুমি ছাড়া বিনে
আমার তো কেউ আর নাই।। 
আল্লাহ শুধু যে তোমাকে চাই।।
..................................................


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url