বুকে অনেক ব্যাথা গজল লিরিক্স | Buke Oneek Betha Gojol Lyrics | ওবায়দুল্লাহ তারেক

 বুকে অনেক ব্যাথা গজল লিরিক্স | Buke Oneek Betha Gojol Lyrics | ওবায়দুল্লাহ তারেক 

ওবায়দুল্লাহ তারেক

বুকে অনেক ব্যাথা গজল অডিও



বুকে অনেক ব্যাথা
কথা ও সুর :ওবায়দুল্লাহ তারেক 
--------------------------------------------
বুকে অনেক ক্ষত ব্যাথা বোঝার কেউ নাই 
নিরবে হচ্ছে রক্তক্ষরণ দুঃখ কারে জানাই।

কিযে হারালাম বুঝলে তুমি 
বুঝলেকি করতে জুলুম 
কতটা বছর তার পিষে নিয়েছো
কতটা সে ছিলো মজলুম 
হিসেবের দিন আসবে যে দিন 
সে দিনে আমি সাক্ষী দেব তাই।

আঁধারের ভ্রুকুটিতে কেটে গেছে দিন
আলোর দেখা কভু পায়নি 
ঈমানের রশ্মিতে দেখেছে সে নূর 
অমানিশা তাকে ভয় দেয়নি। 

মৃত্যু চিরঞ্জীব হাসি মুখে এসেছে 
করেছে মধুর আলিঙ্গন 
বিশ্ববাসী তা অপলকে দেখেছে
জান্নাতি ছায়া যে চিরন্তন 
অনাদির পথ রাখা হিম্মত 
সেই তো পারে যার বুকে রব ঠাঁই।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url