সূরা কাফিরুন বাংলা উচ্চারন ও অর্থ | sura kafirun mp3

সূরা কাফিরুন বাংলা উচ্চারন ও অর্থ | sura kafirun mp3

সূরা কাফিরুন

সূরা কাফিরুন অডিও mp3


সূরা কাফিরুন আরবী

(ইসলামে অবিশ্বাসীগণ) সূরা-১০৯, মাক্কী :

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ

قُلْ يَأَيُّهَا الكفِرُونَ لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ وَلا أَنْتُمْ عِيدُونَ مَا أَعْبُدُ وَلَا أَنَا عَابِدٌ مَّا عَبَد تُم وَلَا أَنتُم عَبدُونَ مَا أَعْبُدُهُ لَكُمْ دِينَكُمْ وَلِيَ دِينِ


সূরা কাফিরুন বাংলা উচ্চারণ

উচ্চারণ :

(১) কুল ইয়া আইয়ুহাল কা-ফিরূণ!

(২) লা আ'বুদু মা তা'বুদূন

(৩) ওয়া লা আনতুম 'আ-বিদূনা মা আ'বুদ

(৪) ওয়া লা আনা 'আ-বিদুম মা ‘আবাততুম

(৫) ওয়া লা আনতুম 'আ-বিদূনা মা আ'বুদ

(৬) লাকুম দীনুকুম ওয়া লিয়া দীন।


সূরা কাফিরুন বাংলা অনুবাদ

পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্ নামে (শুরু করছি

অনুবাদ :

(১) আপনি বলুন! হে কাফেরবৃন্দ!

(২) আমি ইবাদত করি না তোমরা যাদের ইবাদত কর

(৩) এবং তোমরা ইবাদতকারী নও আমি যার ইবাদত করি

(৪) আমি ইবাদতকারী নই তোমরা যার ইবাদত কর

(৫) এবং তোমরা ইবাদতকারী নও আমি যার ইবাদত করি

(৬) তোমাদের জন্য তোমাদের দ্বীন এবং আমার জন্য আমার দ্বীন ।


আরো পড়ুন>> সূরা নাসর আরবি বাংলা উচ্চারণ অর্থ

*** ভাল লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। সওয়াবের উদ্দেশ্যে বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url