তোরা কে কে যাবি আয়রে বন্ধু লিকিক্স | যাব মদিনায় গজল লিকিক্স | Jabo Modinay Lyrics | Rajiya Risha
তোরা কে কে যাবি আয়রে বন্ধু লিকিক্স | যাব মদিনায় গজল লিকিক্স | Jabo Modinay Lyrics | Rajiya Risha
তোরা কে কে যাবি আয়রে বন্ধু গজল অডিও
Lyrics
তোরা কে কে যাবি আয়রে
বন্ধু যাব মদিনায়
প্রাণের নবী দয়ার নবী
আছেরে সেথায়
আমি যাব মদিনায়
ওই মদিনা চোখে ভাসে ভাসে
সারাক্ষণ
মনটাই আমার মানছে না আর
যাব যে কখন
ধন্য হয় গো তাহার জীবন
যে জন স্বপ্নে দেখা পায়
ভাগ্য আমার হলো না আর
নবীজি দেখার
স্বপ্নযোগে দাওগো দেখা
দেখি যে একবার
থাকি আমি যেইখানেতেই
মন তো মদিনায়
আরো বাংলা লিরিক্স >> হৃদয়ের গহীনে গজল লিরিক্স
ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।
.jpg)