দুশ্চিন্তা ও ঋণ মুক্তির দোয়া | Loan Porishoder bua

দুশ্চিন্তা ও ঋণ মুক্তির দোয়া | Loan Porishoder bua

দুশ্চিন্তা ও ঋণ মুক্তির দোয়া


দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া | ঋণ থেকে মুক্তির উপায়

একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন, সেখানে একজন সাহাবীকে দেখতে পেলেন, যাকে আবু উমামা বলা হত।

তিনি তাকে বললেন, হে আবু উমামা কি ব্যাপার? তোমাকে নামাজের সময় ছাড়া এভাবে মসজিদে বসে থাকতে দেখেছি।

তিনি উত্তরে বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমি বিভিন্ন দুশ্চিতায় আক্রান্ত এবং অনেক ঋণি। নবীজী বললেন, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিব? যখন তুমি তা পড়বে, আল্লাহ তা'য়ালা তোমার দুশ্চিন্তা দূর করে দিবেন এবং তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। সাহাবী বললেন- হে আল্লাহর রাসূল অবশ্যই শিক্ষা দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তুমি সকাল এবং সন্ধ্যায় উপনীত হও তখন বল:

ঋণ মুক্তির দোয়া আরবি

اللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنَ الْهَةِ وَالْحُزْنِ وَأَعُوْذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَأَعُوْذُ بِكَ مِنَ الْجُبْنِ وَالْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدِّيْنِ وَقَهْرِ الرِّجَالِ

ঋণ পরিশোধের দোয়া বাংলা উচ্চারণ

(আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি, ওয়া আউযুবি- কা মিনাল আ'জ-জি ওয়াল কাছলি, ওয়া আউযুবিকা মিনাল জুবনি ওয়াল বুখলি, ওয়া আউযুবি-কা মিন গুলাবাতিদ-দাইনি, ওয়া ক্বহরির-রিজলি)।

ঋণ ও পেরেশানি মুক্তির দোয়া বাংলা অর্থ

অর্থ: হে আল্লাহ! নিশ্চয়ই আমি চিন্তা-পেরেশানী হতে তোমার নিকট আশ্রয় চাই এবং আমি আশ্রয় চাই অপারগতা ও অলসতা হতে, আর আমি তোমার নিকট আশ্রয় চাই কৃপনতা ও কাপুরুষতা হতে এবং আমি তোমার নিকট আশ্রয় চাই ঋণের চাপ ও মানুষের কঠোরতা হতে ।

সাহাবী হযরত আবু উমামা (রা.) বলেন, আমি সকাল সন্ধ্যায় এই দোয়া পড়তে লাগলাম, আল্লাহ তা'য়ালা আমার দুশ্চিন্তা দুরীভূত করে দিলেন এবং আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিলেন। (আবু দাউদ শরীফ: হাদীস নং: ১৫৫৫)

আরো পড়ুন >>  নেককার স্ত্রী ও সন্তান হওয়ার দোয়া

*** ভাল লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। সওয়াবের উদ্দেশ্যে বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url