কুরবানীর পশুর চামড়ার মাসআলা | Kurbani

কুরবানীর পশুর চামড়ার মাসআলা | Kurbani

কুরবানীর পশুর চামড়ার মাসআলা

কুরবানীর পশুর চামড়ার মাসআলা

কুরবানীর পশুর চামড়া কুরবানীদাতা নিজে ব্যবহার করতে চাইলে তা জায়েয আছে। অন্য কাউকে হাদিয়া হিসেবে দিতে চাইলে তাও দেয়া জায়েয। যদি সে ব্যক্তি অভাবী নাও হন।

তবে বিক্রি করলে অবশ্যই গরীব-মিসকীনদের মাঝে বণ্টন করে দিতে হবে এবং ঐ টাকাই দিতে হবে। টাকার নোটের মধ্যে কোন প্রকার অদল-বদল করা চলবে না। টাকার নোট পরিবর্তন করা যদিও প্রয়োজনে জায়েয তবে তা উত্তম নয়।

কুরবানীর চামড়া ও তার মূল্য স্কুল নির্মাণ এমনকি মসজিদ-মাদরাসার নির্মাণ-কাজে বা কাউকে পারিশ্রমিক হিসেবে দেয়াও জায়েয নাই। তবে এসব ঝক্কি-ঝামেলায় না গিয়ে গোটা চামড়া কোন গরীব- মিসকীনকে দিয়ে দেওয়াই উত্তম। আর গরীবদের মাঝে যারা নামাযী, এমন লোককে দেয়া আরও ভাল।


আরো পড়ুন >>  কুরবানির মাংস বন্টন পদ্ধতি

*** ভাল লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। সওয়াবের উদ্দেশ্যে বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url