এতো ভালোবাস কেন মালিক লিরিক্স গজল। Eto Valobaso Keno Malik By Qari Abu Rayhan | Kolorob

এতো ভালোবাস কেন মালিক লিরিক্স গজল। Eto Valobaso Keno Malik By Qari Abu Rayhan। Kolorob

Eto Bhalobaso Keno Malik By Qari Abu Rayhan



Eto Bhalobaso Keno Malik Gojol Lyrics : লিরিক্সঃ আল্লাহ..........ওওও........... আমারই কন্ঠে তুমি তোমারই বানী তুলেছো বুকের দেরাজ যে তুমি কোরআনের স্থান দিয়েছো। এতো ভালোবাসো কেনো মালিক আমায় কি করে শুকুর তার করি আদায়, এতো ভালোবাসো কেনো মালিক আমায় এতো ভালোবাসো কেনো মালিক আমায়

পৃথিবীর দিকে দিকে অযুদ হৃদে কন্ঠ আমার নামে তোমার গীতে, পৃথিবীর দিকে দিকে অযুদ হৃদে কন্ঠ আমার নামে তোমার গীতে, তাওফিক এ তোমার নিয়ামাত বেশুমার তাওফিক এ তোমার নিয়ামাত বেশুমার পেয়ে নুয়ে পড়ি মন সেজদায় এতো ভালোবাসো কেনো মালিক আমায় এতো ভালোবাসো কেনো মালিক আমায় ওওও...... হিদায়ার পথে পথে জীবন সমূল চলতে আমায় তুমি করো কবুল, হিদায়ার পথে পথে জীবন সমূল চলতে আমায় তুমি করো কবুল। কোরআন গেয়ে যাই তোমাকে যেন পাই কোরআন গেয়ে যাই, তোমাকে যেন পাই পথ চলি তোমারই আশায়।

এতো ভালোবাসো কেনো মালিক আমায় এতো ভালোবাসো কেনো মালিক আমায় আমারই কন্ঠে তুমি তোমারই বানী তুলেছো বুকের দেরাজ যে তুমি কোরআনের স্থান দিয়েছো। এতো ভালোবাসো কেনো মালিক আমায় কি করে শুকুর তার করি আদায়, এতো ভালোবাসো কেনো মালিক আমায় এতো ভালোবাসো কেনো মালিক আমায় এতো ভালোবাসো কেনো মালিক আমায়



আরো বাংলা লিরিক্স গজল- সেলফি নিয়ে সময়ের সেরা নতুন গজল লিরিক্স


ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url