porer jayga porer jomi lyrics | পরের জায়গা পরের জমি লিরিক্স | Bangla Gojol
porer jayga porer jomi lyrics | পরের জায়গা পরের জমি লিরিক্স | Bangla Gojol
পরের জায়গা পরের জমিন
ঘর বানাইয়া আমি রই
আমি তো এই ঘরের মালিক নই।।
সেই ঘরখানা যার জমিদারি
আমি পাইনা তাহার হুকুমদারী
আমি পাইনা জমিদারের দেখা ।।
মনের দুঃখ কারে কই।।
জমিদারের ইচ্ছামত দেই না জমি চাষ
তাইতো ফসল ফলে না রে
দুঃখ বারো মাস।।
আমি খাজনাপাতি সবই দিলাম
তবু জমিন আমার হয় যে নীলাম ।।
আমি চলি যে তার মন জোগাইয়া
দাখিলায় মেলে না সই।।
পরের জায়গা পরের জমিন
ঘর বানাইয়া আমি রই
আমি তো এই ঘরের মালিক নই।।
আরো বাংলা লিরিক্স গজল- সাজিয়ে গুজিয়ে দে মোরে লিরিক্স
ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।
.jpg)