কালেমা নসিবে মোর দিও গজল | Kalima Nasibe Mor Dio Lyrics | Mahfuz Rahman Kalarab
কালেমা নসিবে মোর দিও গজল | Kalima Nasibe Mor Dio Lyrics | Mahfuz Rahman Kalarab
ডেকে নেবে যেদিন আমারে
তোমার প্রিয় করে নিও
হায়াতের দিন ফুরালে
খাতেমা ঈমান মোরে দিও
ও আল্লাহ.......... আল্লাহ....
কালেমা নসিবে মোর দিও
তোমাকে করেছি পর দুনিয়া বুকে
দুনিয়া করেছে পাপী মরি ধুঁকে ধুঁকে
পরিণতি হবে কী......চলে গেলে দম
মালাকুল মাওত আমার আসবে যখন
তখন তোমার রহমের হাত বাড়িও
কালেমা নসিবে মোর দিও
দুহাতে কেড়েছি হক কত মানুষের
আঘাতে করেছি ক্ষত কত যে মনের
মানিনি তো তোমারে......থেকেছি বিমুখ
জবাবের ভয় বুকে কাঁপে ধুকধুক
দয়াল মাবুদ মরণে কৃপা রাখিও
কালিমা নসিবে মোর দিও
ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।
.jpg)
jajakallah
amin