Gorecho Tumi Ei Prithibi Jahan Lyrics | গড়েছো তুমি এই পৃথিবী জাহান | বাংলা গজল লিরিক্স
Gorecho Tumi Ei Prithibi Jahan Lyrics | গড়েছো তুমি এই পৃথিবী জাহান | বাংলা গজল লিরিক্স
‘গড়েছো তুমি এই পৃথিবী জাহান
তুমি অসীম তুমি মহান’
তুমি পৃথিবীর পালন কারী
তুমি প্রভু বিশ্বযামী।
‘আমি তোমাকে খুঁজি
আমি তোমাকে দেখি
আমি তোমার প্রেমের কবিতা লিখি’
‘এই পৃথিবীর পাড়ায় পাড়ায়
দুর আকাসের তাঁরায় তাঁরায়’-
আঁখি দুটি মোর যায় হারিয়ে
হ্নদয়ে ছড়ায় তার অনুভতি
‘আমি তোমাকে খুঁজি
আমি তোমাকে দেখি
আমি তোমার প্রেমের কবিতা লিখি’
এই পৃথিবীর বিশালতায়,
ঐ পাহাড়ের ঝর্ণা ধারায়
আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে
হ্নদয়ে তোমার ছবি আঁকি
‘আমি তোমাকে খুঁজি
আমি তোমাকে দেখি
আমি তোমার প্রেমের কবিতা লিখি’
‘গড়েছো তুমি এই পৃথিবী জাহান
তুমি অসীম তুমি মহান’
তুমি পৃথিবীর পালন কারী
তুমি প্রভু বিশ্ব জামি।
‘আমি তোমাকে খুঁজি
আমি তোমাকে দেখি
আমি তোমার প্রেমের কবিতা লিখি’
আরো বাংলা লিরিক্স গজল- দুনিয়া সুন্দর মানুষ সুন্দর
.jpg)