Biday Bela Tumi Diyogo Dekha Lyrics | বিদায় বেলায় তুমি দিওগো দেখা | Bangla Gojol
Biday Bela Tumi Diyogo Dekha Lyrics | বিদায় বেলায় তুমি দিওগো দেখা | Bangla Gojol
বিদায় বেলা…
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
তব দিদারে হব ধন্য তখন আমি
তব দিদারে হব ধন্য তখন আমি
শুন্য দেহ যখন লুটাবে ধুলায়
বিদায় বেলা….
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
কত নবী অলী ছিলো ধরার মাঝে
সবাই আপন নীরে চলে গেছে
কত নবী অলী ছিলো ধরার মাঝে
সবাই আপন নীরে চলে গেছে
আমিও তো পাবোনা ছাড়া
পৌছে যাবো জীবনের মহনায়
বিদায় বেলা….
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
ছিলো কত আদরের মা বাবা আমার
কেমন আছেন তারা কবর মাঝার
ছিলো কত আদরের মা বাবা আমার
কেমন আছেন তারা কবর মাঝার
সে খবর আজও অজানা
আমিও তো চলে যাবো বেলা অবেলায়
বিদায় বেলা….
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
কত বন্ধু সজন ছিলো জমিদারি
অপরুপা বঁধু যাবে সবাই ছাড়ি
কত বন্ধু সজন ছিলো জমিদারি
অপরুপা বঁধু যাবে সবাই ছাড়ি
মোরে গহিন কবরে ফেলে হায়
সেই মহা মছিবতে ভুলনা আমায়
বিদায় বেলা….
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
তব দিদারে হব ধন্য তখন আমি
তব দিদারে হব ধন্য তখন আমি
শুন্য দেহ যখন লুটাবে ধুলায়
বিদায় বেলা….
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
আরো বাংলা লিরিক্স গজল- আব্বু তুমি আমার দুই নয়নের মনি
ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।
.jpg)