Alhamdulillahi Rabbil Alamin Lyrics | আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন | Bangla Gojol

Alhamdulillahi Rabbil Alamin Lyrics | আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন | Bangla Gojol

Alhamdulillahi Rabbil Alamin Lyrics



আল্হামদুলিল্লাহি রাব্বিল আলামিন তুমি দুরে থাকতে পারো তার রহম পারে না তুমি ভুলে যেতে পারো সে তো তোমায় ভুলেনা হতে পারে নাফর মানি খোলা আছে তওবার দ্বার বলো তারে খুলে বলো ফিরিস্তি গুনাহ খাতার তুমি হারাও দিক বে দিক ভুলে কাঁদো ঠিক বেঠিক-২ সবিযে তাহার হাতে রাহমানুর রাহিম.... আল্হামদুলিল্লাহি রাব্বিল আলামিন কিছু চাওয়ার আগে দেয় তিনি সব তোমার চাওয়ার চেয়ে পিছু ছেড়ে দিলেও তার রহমত পাঠায় তোমায় ধেয়ে তুমি ভুল বুঝলেও সে বোঝে না তোমায় কভু ভুল দুরে চলে গেলেও তোমায় তিনি দেয় রহমের ফুল আল্লাহু হুস সামাদ আল্লাহু বাসির ওয়াহুওয়া আলা কুল্লি শাই ইং কাদির আল্হামদুলিল্লাহি রাব্বিল আলামিন তুমি গুনাহের ভারে কাল হাশরে পিপাসাতে কাতর কোন ক্ষুদ্র নেকে আল্লাহ পাকের গলবে রাগের পাথর পিপাসাতে মিলবে তোমার কাওসারের পানি এক চুমুকেই উড়ে যাবে সব গুনাহের গ্লানি আল্লাহু গাফুর আল্লাহ নাসির ওয়াহুওয়া আলা কুল্লি শাই ইং কাদির
আল্হামদুলিল্লাহি রাব্বিল আলামিন

আরো বাংলা লিরিক্স গজল- মাটিরে দেহ মাটি খাবে

ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুদের নিকট ছড়িয়ে দিন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url